• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

রাজনীতি

নৌকা উন্নয়নের প্রতিক: এমপি মকবুল হোসেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

নৌকা উন্নয়নের প্রতিক, দেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। সারের জন্য কৃষককে আর ঘুরতে হয় না। বরং সারের দোকানে প্রচুর পরিমাণ সার বীজ মজুদ থাকছে। খাদ্য দ্রব্যে দেশ এখন  সয়ং সম্পন্ন। গ্রামীণ জনপদের রাস্তা গুলো চলাচলের অনুপযোগী ছিল। সেগুলো অনেক উন্নয়ন হয়েছে। পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সড়ক পাকাকরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি এ কথা বলেন।

বুধবার দুপুরে উপজেলার লাঙ্গলমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান মন্ডল। বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার, ভারপ্রাপ্ত উজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ছাইকোলা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, জেলা পরিষদ সদস্য আফিয়া পারভীন আখি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীনসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদসহ সরকারি কর্মকর্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুধিজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads